হে জীবন সঙ্গীনী
- আবু আফফান - ডায়েরীর পাতা থেকে ০৭-০৫-২০২৪

আমি তোমাকে ভালবাসি ,
তোমার জন্য সাত সাগর পাড়ি’র আশ্বাস দিব না,
মরুভুমিতে পদ্ম ফোটাব, এমনও বলব না।

সঙ্গিনী , বলব শুধু
জীবনের প্রতিটি কণ্টকময় ঘাটে ,একান্তই তোমার পাশে থাকব ।
দুঃখ ভাগ করে নিব আমরা চিরদিন।


বান্ধবী শোনে রেখ,
জীবন চলার পথে আসুক না যতই বাঁধা, কষ্ট-ক্লেশ,
ছাড়ব না কোনদিন , এ হাতের মুঠি ।

হৃদয়ের মৃদু স্পন্দন,
“মঙ্গল গ্রহের ফুলের বাগান আর চাঁদের দেশের বাড়ী”
আমার সামর্থের বাইরে, মিথ্যে আশ্বাস দিবনা ।


কিন্তু মনের ভেতরে ,
আমি যে বাগান-বাড়ি প্রেমময় পৃথিবী সৃষ্টি করেছি
শুধু তোমারই জন্য। ভাঙবে না কোনদিন।

রচনাকালঃ ১৪.০৫.২০১০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

sazedul
২৪-০৫-২০১৬ ১৬:৩৩ মিঃ


হে জীবন সঙ্গীনী
- সাজেদুল ইসলাম মোল্লা - ডায়েরীর পাতা থেকে

আমি তোমাকে ভালবাসি ,
তোমার জন্য সাত সাগর পাড়ি’র আশ্বাস দিব না,
মরুভুমিতে পদ্ম ফোটাব, এমনও বলব না।

সঙ্গিনী , বলব শুধু
জীবনের প্রতিটি কণ্টকময় ঘাটে ,একান্তই তোমার পাশে থাকব ।
দুঃখ ভাগ করে নিব আমরা চিরদিন।


বান্ধবী শোনে রেখ,
জীবন চলার পথে আসুক না যতই বাঁধা, কষ্ট-ক্লেশ,
ছাড়ব না কোনদিন , এ হাতের মুঠি ।

হৃদয়ের মৃদু স্পন্দন,
“মঙ্গল গ্রহের ফুলের বাগান আর চাঁদের দেশের বাড়ী”
আমার সামর্থের বাইরে, মিথ্যে আশ্বাস দিবনা ।


কিন্তু মনের ভেতরে ,
আমি যে বাগান-বাড়ি প্রেমময় পৃথিবী সৃষ্টি করেছি
শুধু তোমারই জন্য। ভাঙবে না কোনদিন।

রচনাকালঃ ১৪.০৫.২০১০

কবিতার বিষয়ঃ

কবিতাটি ১১ বার পঠিত হয়েছে
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।



আবদুল্লা আল ফয়সাল vai অনেক ধন্যবাদ

sazedul
২৪-০৫-২০১৬ ১৬:২৩ মিঃ


হে জীবন সঙ্গীনী
- সাজেদুল ইসলাম মোল্লা - ডায়েরীর পাতা থেকে

আমি তোমাকে ভালবাসি ,
তোমার জন্য সাত সাগর পাড়ি’র আশ্বাস দিব না,
মরুভুমিতে পদ্ম ফোটাব, এমনও বলব না।

সঙ্গিনী , বলব শুধু
জীবনের প্রতিটি কণ্টকময় ঘাটে ,একান্তই তোমার পাশে থাকব ।
দুঃখ ভাগ করে নিব আমরা চিরদিন।


বান্ধবী শোনে রেখ,
জীবন চলার পথে আসুক না যতই বাঁধা, কষ্ট-ক্লেশ,
ছাড়ব না কোনদিন , এ হাতের মুঠি ।

হৃদয়ের মৃদু স্পন্দন,
“মঙ্গল গ্রহের ফুলের বাগান আর চাঁদের দেশের বাড়ী”
আমার সামর্থের বাইরে, মিথ্যে আশ্বাস দিবনা ।


কিন্তু মনের ভেতরে ,
আমি যে বাগান-বাড়ি প্রেমময় পৃথিবী সৃষ্টি করেছি
শুধু তোমারই জন্য। ভাঙবে না কোনদিন।

রচনাকালঃ ১৪.০৫.২০১০

কবিতার বিষয়ঃ

কবিতাটি ১১ বার পঠিত হয়েছে
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।



আবদুল্লা আল ফয়সাল vai অনেক ধন্যবাদ

foisal1012
২৪-০৫-২০১৬ ১৫:৩৫ মিঃ

জীবন সঙ্গীনীর প্রতি আপনার বাস্তবসম্মত গভীর প্রেম দেখিয়া আমি মুঙ্গ হইয়াছি। অনেক সুন্দর অনুভুতি। হৃদয় ছুঁয়ে গেল।